এবারের নির্বাচনে গণমাধ্যম কর্মীরাই ভরসা বলে মন্তব্য করেছন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির।
তিনি বলেন, “একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি একটি ব্যতিক্রম নির্বাচন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচন এবং দেশের গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম কর্মীদের বিশাল ভূমিকা রয়েছে। মূলত নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সাংবাদিকরাই মূল ভরসা।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা তিনি।
পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার নওশাদ।
তিনি বলেন, “দেশে পরিবর্তন দরকার। গণতন্ত্র মানে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধমে ক্ষমতা হস্তান্তর। গণমাধ্যম কর্মীদের ভুল লেখনির মাধ্যমে অনেক সাধারণ ঘটনা সাংঘাতিক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।”
এ সময় তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে তারেক রহমানের দুর্নীতির খবর প্রকাশের উদাহরণ টেনে বলেন, “সেই সময় তারেক জিয়ার ১০ হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে নানা সংবাদ প্রচার করা হয়েছে। অথচ তা প্রমানিত হয়নি।”
আগামী নির্বাচনে পঞ্চগড়ের সাংবাদিকরা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ করেন নওশাদ।
এসময় জেলা বিএনপির নেতা আদম সুফী, রুবেল পাটোয়ারী,শহীদ বাবু, শাহাজাহান খান,এবিএম আক্তারুজ্জামান শাহাজাহান ও ছাত্রদল নেতা মনিরুজ্জামান মানিক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম