পিরোজপুর সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সামরিক শাখার সদস্য মো. নূরুল ইসলাম ওরফে নূরুকে (৪৫) আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে র্যাব-৮।
আটক নূরু বাগেরহাট সদর উপজেলার পুরাতন বাজার মেইন রোডের মৃত সাহেব আলীর ছেলে এবং সে পেশায় একজন স্যানিটারী মিস্ত্রি বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব। র্যাবের জিজ্ঞাসাবাদে নূরু জানায়, স্যানিটারী মিস্ত্রীর কাজের পাশাপাশি ২০১৪ সালে সাকিব ওরফে তারিকের মাধ্যমে জেএমবির উগ্রপন্থী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয় সে।
পরবর্তীতে নাজমুল ওরফে উকিল, মানিক ব্যাপারী, আতিকুর রহমান শাওন ওরফে বাবু এবং অলিউর রহমান ওরফে মিরাজসহ অনেকের সাথে গোপন বৈঠকে মিলিত হয়ে জেএমবির প্রশিক্ষণ ও কার্যক্রম সম্পর্কে অবগত হয় নূরু। বর্তমানে সে জেএমবির সামরিক শাখার একজন সক্রিয় সদস্য।
নূরু আরও জানায়, হুজুরের নির্দেশে উগ্রপন্থী কর্মকাণ্ড পরিচালনায় সদা প্রস্তুত তিনি। সাম্প্রতিক সময়ে তার কয়েকজন সহযোগী গ্রেফতার হওয়ায় বর্তমানে সে নিজেই জেএমবি’র সংগঠকের ভূমিকা পালন করছেন। তার বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি পুরনো মামলা রয়েছে বলে জানায় র্যাব। নূরুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব-৮।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন