টাঙ্গাইলে বাসের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আনোয়ার খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার খান দেলদুয়ার উপজেলার ডুবাইল উত্তরপাড়া গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে। তিনি করটিয়া কলেজের ছাত্র ছিলেন।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের এসআই মতিউর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে আনোয়ার খান কলেজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি বাস চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই কলেজ ছাত্র নিহত হয়। পরে পুলিশ এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ফারজানা