"দুর্নীতি ও জঙ্গিবাদ, যাক যাক নিপাত যাক”-এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় দুর্নীতি ও জঙ্গিবাদ বিরোধী সাইক্লিং অনুষ্ঠিত হয়েছে।
পল্লী সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এ সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ থেকে এই সাইক্লিং উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।
উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহকারী পরিচালক ও ফোকাল পার্সন মুর্শেদ ইকবাল রীমু।
এতে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের যুব সমাজ, স্কুল ও কলেজের মোট শিক্ষার্থী ৬০জন যুবক এই সাইক্লিং-এ অংশগ্রহণ করেন।
সিংহের বাংলা ইউনিয়নের রায়দুমরুহী গ্রাম থেকে শুরু করে জেলা শহরের ইসলামপুর, মালনী রোড, পাটপট্রি ব্রীজ, ছোটবাজার, মোক্তারপাড়া, কুড়পার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনায় এসে সাইক্লিং শেষ হয়। এ সময় জেলা শহরের প্রধান প্রধান রাস্তায় বিপুল সংখ্যাক সাধারণ মানুষ হাত ওপরে তুলে সাইকেল আরোহীদের অভিনন্দন জানান।
সাইক্লিং শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে সাইকেল আরোহীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সংস্থার কর্মসূচি পরিচালক কাজী ছহুল আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন