দুই ঘের কর্মচারীর মারামারিতে হরিপদ সরদার (৩৫) নামে এক ঘের কর্মচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। নিহত হরিপদ কালিঞ্চি গ্রামের তারাপদ সরদারের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সাতক্ষীরার শফিকুল ইসলাম ওরফে নখোকনের শ্যামনগরের গোলাখালির মৎস্য ঘেরে সকালে কর্মচারী উজ্জল ও হরিপদর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দুইজন মারামারিতে লিপ্ত হয়। এ সময় উজ্জলের ঘুষির আঘাতে হরিপদ ঘটনাস্থলে নিহত হন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার