ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নে বাসের চাকায় পৃষ্ট হয়ে আশরাফুল আলম (৫৪) নামে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ধুলদী বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল আলম চাপাই নবাববগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোলাবাড়ি চাঁদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি ধানকাটার শ্রমিক হিসেবে ফরিদপুর এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।তিনি। এ ঘটনার পর স্থানীয়রা মহাসড়কে এসে বিক্ষোভ করতে থাকলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল পুনরায় চালু করে।
পুলিশ সার্জেন্ট মো. ওয়াহিদুল ইসলাম বলেন, সাকুরা পরিবহনের ওই বাসটি রাজবাড়ীর বসন্তপুর এলাকায় আটক করেছে আহল্লাদীপুর হাইওয়ে পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন