দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম প্রতিভা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই উল্লেখ করে বলেন, মাদকের ভয়াল থাবা প্রতিনিয়ত যুবকদের হাতছানি দিচ্ছে। এই থাবা থেকে রক্ষা করতে যুবকদের মাঠমুখী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিনাজপুর সদর উপজেলায় ক্রীড়াসহ সকল ক্ষেত্রেই প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সুখী, সমৃদ্ধি, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, খেলাধুলায় উৎসাহিত করতে সাড়ে ৫ কোটি টাকায় দিনাজপুর স্টেডিয়াম, দেড় কোটি টাকায় ক্রীড়া পল্লী, ২ কোটি টাকায় হকি মাঠ, ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় জিমনেসিয়াম ও ৩৫ লক্ষ টাকায় খেলাধুলায় সরঞ্জাম ক্রয়সহ প্রচুর অর্থ অনুদান দিয়ে দিনাজপুরের শিশু, যুবকদের মাঠমুখী করা হয়েছে। এছাড়াও দিনাজপুর স্টেডিয়ামের পাশে ১০ কোটি টাকা ব্যয়ে একটি আন্তর্জাতিকমানের ইনডোর স্টেডিয়াম বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
বৃহস্পতিবার হুইপ ইকবালুর রহিম এমপি গোর এ শহীদ বড় ময়দানে দিনাজপুর সাবেক ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকবৃন্দ আয়োজিত তৃতীয় দিনাজপুর মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। টুর্নামেন্টের পৃষ্টপোষকতায় ছিলেন হ্ইুপ ইকবালুর রহিম এমপি।
টুর্নামেন্টে বেলুন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়। শেষে একটি আনন্দ শোভাযাত্রা হুইপ ইকবালুর রহিম এমপি এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তৃতীয় দিনাজপুর মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক প্রকৌ. মতিউর রহমান মতির সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ফয়সল হাবিব সুমন।
বিডি প্রতিদিন/ফারজানা