ঝালকাঠির নলছিটিতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রাকিব হোসেন হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রায়হান (২৮) ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন সবুজবাগ এলাকার আইয়ুব আলীর ছেলে।
দুপুরে বরিশাল র্যাব-৮ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি আরো স্বীকার করে যে, সে নলসিটি কলেজ ছাত্র রাকিব হোসেন এর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি।
নলছিটি থানাও ওসি (তদন্ত) আ. হালিম তালুকদার জানান, গত ২১ নভেম্বর বেলা ১১ টার দিকে সরকারি নলসিটি ডিগ্রী কলেজ মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদের সময় মামলার এজাহার নামীয় আসামিরা কলেজ ছাত্র রাকীবকে ক্রিকেট খেলার ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিঠিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলার আসামী রায়হানকে বৃহস্পতিবার গোপন সংবাদের বিত্তিতে আটক করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হচ্ছে। মামলার অপর আসামিদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন