বগুড়ার শেরপুরে একটি তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে মিলে থাকা তুলা ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
মিলের সত্বাধিকারী কানাইকান্দর গ্রামের ব্যবসায়ী মো. জামাল উদ্দিন জানান, প্রায় দেড় বছর আগে মিলটি গড়ে তুলে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন তিনি। প্রতিদিনের ন্যায় শ্রমিকরা কাজ শেষে বুধবার দুপুরে মিলটি তালাবদ্ধ করে চলে যান। এরপর সন্ধ্যার দিকে হঠাৎ করে মিলে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ড মিলে থাকা বিভিন্ন প্রকারের সুতা, ঝুট কাপড়ের তুলা ও যন্ত্রপাতি পুড়ে ভস্মিভূত হয়। এতে অন্তত দশ থেকে বারো লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে করি। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্র হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার