কক্সবাজারের টেকনাফে গলায় ফাঁস দিয়ে মো. জোবাইর (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছেন। নিহত মো. জোবাইর সাবরাং ইউনিয়নের লাফারঘোনা এলাকার আব্দু শুক্কুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে বাবা-ছেলে দুইজনই শুধু বসবাস করতেন। পরিবারের অন্য সদস্যরা বিয়ের পর আলাদা সংসার নিয়ে বসবাস করছে। জোবাইর ৩ বছর পূর্বে মালয়েশিয়া গমন করে ৫-৬ মাস পূর্বে সেখান থেকে ফিরে আসে। একপর্যায়ে মাদক ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়ে। অপরদিকে মালয়েশিয়া যাওয়ার সময় করা ধার দেনাও শোধ করতে পারেনি। একদিকে বেকার জীবন অপরদিকে মাদকাসক্ত হয়ে পড়া নিয়ে ঘটনার দিন বৃদ্ধ বাবা তাকে বকাঝকা করে। এ কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।
টেকনাফ থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। গলায় ফাঁস দিয়ে উক্ত যুবক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন