মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেপাল পৌঁছেছেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার তিনি নেপাল পৌঁছেছেন। এদিন দেশটির রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী ইশ্বর পোখারেল।
কাঠমান্ডুতে ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হবে। সম্মেলনে জলবায়ু পরিবর্তন, শান্তি ও উন্নয়ন, সুশাসন, সংঘাত নিরসনের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ২০৩০ নিয়ে আলোচনা হবে। এই শীর্ষ সম্মেলনে এশিয়ার প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্র ও সরকার প্রধান থেকে শুরু করে আইনপ্রণেতা, প্রখ্যাত নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নিবেন।
নেপাল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি’র আমন্ত্রণে দেশটির সরকারের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন সু চি। এ সময় তাদের মধ্যে দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই সু চির প্রথম নেপাল সফর। এর আগে ২০১৪ সালের জুন মাসে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি নেপাল সফর করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন