নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার এলাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক কৃষক লীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। নিহতের নাম এ কে এম মাসুদ ফারুক (৫২)। তার পিতার নাম মৃত আবদুল মুকিত। তার বাড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের বালুয়াখালী এলাকায়। মাসুদ রাজনীতির পাশাপাশি ঠিকাদারী ব্যবসায় জড়িত ছিল।
নিহত মাসুদের বড় ভাই সোহেল জানান, তার ছোট ভাই জেলা কৃষক লীগের নেতা মাসুদের ছেলে স্বাধীনের সাথে কিছুদিন আগে বালুয়াখালী এলাকার সবুজের ছেলে নয়নের মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে থানায় মামলা হয়। এরই জের ধরে সবুজ গংরা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজুর বাজার এলাকায় মাসুদের চেম্বারের সামনে পেয়ে রাম দা দিয়ে কুপিয়ে নৃসংশ ভাবে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার