রাঙামাটির লংগদুতে এগারো বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম- মো. আল আমিন (৩৫)। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাইনীমুখ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাসিন্দা মো. জাফর আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৭ সালে রাঙামাটি জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মো. জাফর আলীর ছেলে আল-আমিন সাত সন্তানের জননী হাজেরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করে। কিন্তু সে সংসারে সাত সন্তানের মধ্যে সবার ছোট মেয়ের উপর ছিল তার চোখ। বাড়িতে কেউ নাথাকলে সুযোগ বুঝে মেয়েটিকে শারীরকভাবে লাঞ্চিত করতো সে। এ ব্যাপারে মেয়েটি তার মা’কে জানালেও কোন প্রতিবাদ করতো না। উল্টো মেয়েকে ভয় দেখাতো কথাগুলো কাউকে না বলার জন্য। অবশেষে গত বুধবার সৎ-বাবা আল আমিন কোন এক সময় সুযোগ বুঝে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটি কান্না করে তার বড় বোনকে এ বিষয়ে অবগত করে।
খবর পেয়ে শিশু কন্যাটির বড় ভাই মো. হান্নান বাদি হয়ে লংগদু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। অভিযোগ পাওয়ার পর দ্রুত আসামি আল আমীনকে গ্রেফতার করে পুলিশ।
লংগদু থানার পরিদর্শক (তদন্ত ওসি) মহিবুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আল-আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত) আইনে মামলাসহ মোট দু’টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফাতারের পর মো. আল আমিনকে রাঙামাটি জেলা হাজাতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে লংগদুতে ওই শিশু কন্যাকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বিডি প্রতিদিন/এ মজুমদার