বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের দায়ে বরিশালের উজিরপুরের আদম ব্যবসায়ী ইউসুফ বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির অনুপস্থিতিতে এই দন্ডাদেশ দেন। দন্ডিত ইউসুফ উজিরপুরের কাঞ্চন বেপারীর ছেলে এবং মামলার বাদী ধর্ষিতা উজিরপুরের কাজিরা গ্রামের বাসিন্দা।
সংশ্লিস্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ইউসুফ দীর্ঘদিন কুয়েতে প্রবাস জীবন কাটান। ২০০৭ সালের পহেলা নভেম্বর আসামি ইউসুফ একই এলাকার বাদীসহ ৪ জনকে কুয়েতে চাকরির প্রলোভন দেখিয়ে ৩ লাখ টাকা নেন। ওই দিন কেউ ঘরে না থাকার সুযোগে বাদীকে ধর্ষণ করে সে। পরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের ফলে বাদী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। বাদী বিয়ের জন্য ইউসুফের কাছে তাগাদা দিলে ইউসুফ পুরো বিষয়টি অস্বীকার করে।
এ ঘটনায় ২০০৮ সালের ২৪ এপ্রিল বাদী বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৫ জুলাই সংশ্লিস্ট ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর থানার এসআই কাশেম হাওলাদার। পরে ট্রাইব্যুনালে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই দন্ডাদেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার