বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল সার্ভিসের কর্মচারীরা কমিটি গঠন করেছেন। ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক হয়েছেন শেফালি আক্তার রাখি। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সুমন পারভেজ।
শুক্রবার বেলা ১০টায় কমিটি গঠন করা হয়েছে বলে নবনির্বাচিত এ সংগঠনটির নেতৃবৃন্দ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংগঠনটির নাম রাখা হয়েছে ‘ন্যাশনাল সার্ভিস উন্নয়ন ফোরাম’। ন্যাশনাল সার্ভিসের আওতায় মোরেলগঞ্জে ১২শ’ কর্মী শর্তসাপেক্ষে দুই বছর মেয়াদে স্বল্প বেতনে বিভিন্ন দফতরে চাকরি পেয়েছেন।
আহ্বায়ক শেফালি আক্তার রাখি বলেন, ‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’ এই স্লোগানকে সামনে রখে নিজেদেরকে সুসংগঠিত করে রাষ্ট্রীয় উন্নয়নে ভূমিকা রাখতে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা সংগঠনভুক্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/কালাম