নানা আয়োজনে বরিশালে জাতীয় আয়কর দিবস পালিত হয়েছে।
‘উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন, আয়করের উদ্দেশ্য, সমৃদ্ধ আয়ের বাংলাদেশ’ শ্লোগান নিয়ে শুক্রবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় নগরীর বান্দ রোডে কর ভবনের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে আয়কর দিবসের কর্মসূচির উদ্ধোধন করেন বরিশালের কর কমিশনার মকবুল হোসেন পাইক।
পরে এ উপলক্ষে কর ভবন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর কমিশনার মকবুল হোসেন পাইকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার নাইমুল ইসলাম, উপ-কর কমিশনার আবুল কালাম আজাদ, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়াসহ অন্যান্যরা।
বক্তারা দেশের উন্নয়নে স্বপ্রণোদিত হয়ে আয়কর দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কালাম