দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীতে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে আমিন মন্ডল টুডু নামে এক আদিবাসী বাই-সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালক ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী পৌর শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিন মন্ডল টুডু (৭০) বিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নের দক্ষিণ সাহাবাজপুর কামারপাড়া গ্রামের মৃত. ভুষন টুডুর ছেলে।
আটক ট্রাক চালক ফারুক হোসেন দিনাজপুর সদর উপজেলার পাচঁবাড়ীর রিয়াজুল ইসলামের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, নিহত আমিন মন্ডল টুডু বাই-সাইকেল যোগে ফুলবাড়ী বাজারে আসার পথে ফুলবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে বিপরীত দিক দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি চাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্র-ট-১৩-১২-৭৬), বাইসাইকেল আরোহী আমিন মন্ডল টুডুকে চাপা দেয়। এই ঘটনায় বাইসাইকেল আরোহী আমিন মন্ডল ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় খানপুর ইউপি সদস্য রহমত আলী আমিন মন্ডল টুডুর পরিচয় নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম