ময়মনসিংহের ফুলপুরে সাড়ে ৫ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ফুলপুর থানার ওসির নেতৃত্বে শুক্রবার ভোররাতে ফুলপুর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন চন্ডিবেড় বেপারিপাড়া গ্রামের মৃত আক্রাম আলীর ছেলে কামরুল ইসলাম (৫২), একই উপজেলার গোহামারা গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে হোসেন মিয়া ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার রঘুনাথপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে কামাল হোসেন (৩৪)।
ওসি মুহাম্মদ বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম