নিখোজের ৪ দিন পর পাবনার দুবলিয়া গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিতে পুঁতে রাখা মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত আশিক মাহমুদ অনি (১৪) দুবলিয়া গ্রামের ব্যবসায়ী রবিউল প্রামানিকের ছেলে ও দুবলিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গত সোমবার সন্ধ্যায় অনি দুবলিয়া বাজারে একটি দোকানে বসে ছিল। এ সময় একটি ফোন কল পেয়ে সে দোকান থেকে বের হয়ে যায়। পরে সে আর বাড়ি ফিরে যায়নি। তবে ওই রাতেই অনির মুঠোফোন থেকে একটি খুদে বার্তা আসে 'বাবা আমি ঢাকা যাচ্ছি, আমার কিছু ভালো লাগে না'।'
অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরদিন ২৭ নভেম্বর আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন বাবা রবিউল প্রামানিক। এরই মধ্যে কয়েকটি ফোন থেকে তার বাবার নিকট মুক্তিপণও দাবি করেন দুর্বৃত্তরা।
পরে শুক্রবার সকালে দুবলিয়া পুলিশ ক্যাম্পের দেড়শ মিটার দূরে বাগানের ভেতরে শেয়াল কিছু একটা টানাটানি করছে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে ওই বাগানের মধ্যে মাটির নিচে পুঁতে রাখা স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত শিক্ষার্থীর ভাই আশিক মাহমুদ অভি বলেন, এই ঘটনার সাথে যারাই জড়িত হোক না কেন আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই এলাকার মধ্যে আমাদের কারোর সাথে শত্রুতা নেই। কেন আমরা ভাইকে হত্যা করা হলো?
নিহতের মা আমবিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলেকে কেন তারা হত্যা করলো?
নিহত স্কুলছাত্রের মামা ফরহাদ আলম ফিরোজ, শুক্রবার সকালে দুবলিয়া পুলিশ ক্যাম্পের সামনে বাগানের ভেতরে শেয়াল কিছু একটা টানাটানি করছে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে ওই বাগানের মধ্যে মাটির নিচে পুঁতে রাখা স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার এবনে মিজান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর তাকে মাটির নিচে পুঁতে রেখেছিল হত্যাকারীরা। তবে কারা কি কারণে অনিকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ তদন্ত করে দেখছে। আশা করছি দ্রুত হত্যার রহস্য উদঘাটন হবে।
আতাইকুলা থানার (ওসি) আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অনি’র দুই সহপাঠীকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের নাম পরিচয় জানানো সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা