চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমিতির মিলনায়তনে নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৬৬ ভোটারের মধ্যে ১৬১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে ১৫টি পদের বিপরীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমন্বয় আইনজীবী পরিষদ প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট মোল্লা আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল বাশার এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আ.স.ম আব্দুর রউফসহ ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রশিদ চৌধুরী জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা