প্রকাশ্যে রাজপথে স্ত্রীকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় স্বামী বীরবল চৌহানকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বীরবল পৌর শহরের নাগড়া ঢাকাইয়া পট্টির এলাকার মৃত রাম সিংহের ছেলে। তার স্ত্রী ঝুমা সদরের সিংহের বাংলা ইউনিয়নের অজিত দাসের মেয়ে।
শুক্রবার দুপুরে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেওয়ার জন্য বীরবলকে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
এরআগে, বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে শহরের নাগড়া এলাকার জেলা পরিষদের সামনে বীরবল তার স্ত্রী ঝুমাকে রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করেন। পরে স্থানীয়রা বীরবলকে আটক করে পুলিশে দেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন