নাটোরে ইজিবাইকের ধাক্কায় শিমুল নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিমুল গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের ফনু তালুকদারের ছেলে।
নাটোর ফায়ার স্টেশন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের ফনু তালুকদারের ছেলে শিমুল তার বন্ধুদের সাথে নাটোর শহরের বেড়াতে যায়। শুক্রবার দুপুরে শিমুল তার ৪/৫ জন বন্ধুর সাথে পায়ে হেঁটে হরিশপুর বাস টার্মিনালে যাচ্ছিল। পথে হরিশপুর এলাকায় আল সান হাসপাতালের সামনে একটি ইজিবাইক শিমুলকে ধাক্কা দেয়। খবর পেয়ে নাটোর দমকলকর্মীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নাটোর ফায়র স্টেশনে কর্মরত ফায়ারম্যান পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত কিশোরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৮/হিমেল