মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪২১ বোতল নিষিদ্ধ ও মানব দেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ওষুধসহ ৩জনকে আটক করেছে র্যাব। আটকৃতরা হলেন রিপন মন্ডল (৩২), মোঃ জাহাঙ্গীর সর্দার(৩০), বিশ্বজিৎ রায় চৌধুরী। শুক্রবার দুপুরে এদের আটক করা হয়।
র্যাব-৮ মাদারীপুরের অধিনায়ক রইচ উদ্দিন জানান, আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, এরা পেশাদার নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবত গোপনে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ সামগ্রী বিভিন্ন এলাকায় বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এই সংবাদের ভিত্তিতেই গোপনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধারকৃত নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধসহ আসামীদেরকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদারীপুর সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত