ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফেরাত কামনায় বরিশালে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা বরিশালের চকবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে এই বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া-মোনাজাতে চকবাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী-পেশার মুসুল্লীরা অংশগ্রহন করেন। মোনাজাত পরিচালনা করেন চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মির্জা মো. নুরুর রহমান বেগ।
মোনাজাতে ঢাকার চকবাজার ট্রাজেডিতে নিহতদের রুহের মাগফেরাত, নিখোঁজদের সন্ধান, আহতদের আরোগ্য এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা যাতে ক্ষতি পুষিয়ে আবারও দাড়াতে পারে সেই দোয়া কামনা করা হয় মহান সৃস্টিকর্তার কাছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর
 
                         
                                    _.jpg) 
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        