পাবনার চরশিবরামপুরে কৃষকলীগ নেতা ও ব্যবসায়ী খায়রুল হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে করেছেন এলাকাবাসী।
সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহতের স্ত্রী শিরিন খাতুন, ভাই আমিরুল ইসলাম, জিয়ারুল ইসলাম, চাচাতো ভাই ইউপি সদস্য নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান সুইট, শরিফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পূণরায় মানবন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মাস খানেক আগে ওয়ার্ডে মাদক ও সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে সদস্য ছিলেন খায়রুল। কমিটি গঠনের পর থেকেই তার প্রতি ক্ষুব্দ হয়েছিলো মাদক ব্যবসায়ীরা। একারণেই খায়রুলকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ৭ ফেব্রুয়ারি চর শিবরামপুর এলাকায় ধারালো অস্ত্র দিয়ে খাইরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম