পাবনা প্রাথমিক সরকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসের দাবির বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাবনা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তাদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকরা বিভিন্ন দাবি করে বলেন, প্রধান শিক্ষকের পরের ধাপেই বেতন নির্ধারন করতে হবে, সহকারী প্রধান শিক্ষক পদ বাতিল করতে হবে, বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দিতে হবে, সহকারী শিক্ষক ছাড়া প্রাথমিকের সরাসরি নিয়োগ বাতিল করতে হবে, এবং ডিপিএড, সিইনএড, বিএড প্রশিক্ষণপ্রাপ্ত স্কেলসহ উন্নত স্কেলে শিক্ষকগণের উচ্চতর ধাপে বেতন নির্ধারন করতে হবে।
মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন পাবনা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শফিবুল আলম, সাংগাঠনিক সম্পাদক লুৎফুল বারী ও পাবনা পিবিআইয়ের সভাপতি মজিবর রহমানসহ আরো অনেকে।
পরে তারা বেতন বৈষম্য নিরসের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার