নিজের শ্যালক হত্যায় জড়িত রফিকুল ইসলামকে(৩০) আটক করেছে র্যাব। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয় র্যাব-১৪’র ভৈরব ক্যাম্পের পক্ষ থেকে। আটক রফিকুল ইসলাম ময়মনসিংহের নান্দাইলের মো: সমির উদ্দিনের ছেলে। নিহত কিশোর ইমন(১৩) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামের রবিউল্লা মিয়ার ছেলে। গত ২ মার্চ বড়িকান্দির জয়কৃষ্ণ বাড়ি এলাকার খাল থেকে ইমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তার আপন ভগ্নিপতি রফিকুল ইসলামকে আসামি করে হত্যা মামলা দেয়া হয়। ইমনকে শাসরুদ্ধ করে হত্যার অভিযোগ করা হয়।
র্যাব-১৪’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এখতেখার উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, তারা এ মামলায় হত্যাকারীকে ধরতে নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার