নির্বাচনী পরিবেশ নেই, অভিযোগ করে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন গোমস্তাপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী, বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা বাইরুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে তিনি রিটানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পরে তিনি সাংবাদিকদের জানান, জেলার কোথাও নির্বাচনের পরিবেশ নেই। এই পরিবেশে নির্বাচনে অংশ নিলে কারচুপির শিকার হতে হবে। তাই তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। দলের সিদ্ধান্তের বাইরে মনোনয়নপত্র দাখিল করা ভুল ছিল বলে মনে করেন তিনি। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ সংবাদ সম্মেলন করে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার আহ্বান জানান।
তৃতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জের চারটি উপজেলা নির্বাচন হচ্ছে। বিকাল ৩ টা পর্যন্ত বিএনপির দুইজন চেয়ারম্যান প্রার্থী ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়পত্র প্রত্যাহার করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন