মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মাদারীপুর, ফরিদুপর এবং শরীয়পুর জেলার দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে পুরো এলাকায়।
শনিবার দিনব্যাপী চলে এই প্রতিযোগিতা। কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দুটি গ্রুপে ভাগ করা হয়। চূড়ান্ত পর্বে অংশ নেন প্রায় দুইশত হাফেজ। প্রতিযোগিতা শেষে দুই গ্রুপ থেকে মোট ২০ জন প্রতিযোগীকে স্বর্ণ ও রৌপ্য পদক প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন পূর্ব এনায়েত নগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নেয়ামুল আকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল-আরেফিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জামান মিয়া এবং এনায়েতনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. আজিজ মোল্লা।
আয়োজক মাওলানা আব্দুল আলিম জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে করার পরিকল্পনা রয়েছে, যাতে হিফজুল কুরআনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়ে এবং ধর্মীয় শিক্ষার প্রসার ঘটে।
বিডি প্রতিদিন/হিমেল