পাবনার আরিফপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্যে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পাবনা ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এলাকাবাসীরর বরাত দিয়ে জানান, পাবনা পৌর এলাকার আরিফপুর গোরস্থান এলাকার একটি তুলার গোডাউনে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত ওই গোডাউনে ছড়িয়ে পড়ে। এ সময় আশেপাশের বাড়ির লোকজন আতংকিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেড়িয়ে পরে।
প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হলে পরে পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে গোডাউনের বেশির ভাগ তুলা পুড়ে গেছে, এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা। তবে কেউ হতাহত হয়নি।
তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেনি তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার