চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার চৌডালা এলাকার হুমায়ন কবিরের ছেলে কারিমুল ইসলাম (৩০), চাকলা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আনারুল ইসলাম (৪৮) ও তার শ্যালিকা শিউলি বেগম (২৫)।
আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শিবগঞ্জ থানার এসআই জুলহাস মৃধা জানান, গত ৫মার্চ মঙ্গলবার সকালে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের চাকলা দাখিল মাদ্রাসার ওই ছাত্রী নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিলো। এমন সময় শিউলি বেগমের সহায়তায় ওই ছাত্রীকে জোরপূর্বক বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে কারিমুল ও আনারুল। ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে ওই ছাত্রীকে উদ্ধার করে।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এসআই জুলহাস জানান, ওই ছাত্রীর জবানবন্দী নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন