বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা হাট-বাজারের ১৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে।
এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম। নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারীসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, এলাকার কিছু প্রভাবশালী লোকজন হাট-বাজারের সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা ও দোকান ঘর ভাড়া আদায় করছিলেন। এর আগে মাইকিং করে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেয়া হলেও কর্ণপাত করেনি দখলকারীরা। অভিযানে একটি বুলডোজার দিয়ে রণবাঘা হাট-বাজারের ১৪৫ টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম জানান, রণবাঘা হাট-বাজারে অবৈধভাবে গড়ে উঠা ১৪৫টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর