ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল জেলার ভাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন মূল হোতাকে আটক করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে সবুজ মাতুব্বর (২৪), তাওহিদ হাওলাদার (২২) ও ফারুক সিকদার (২৪) কে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানীর মোবাইল সিম ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের একটি দল ভাঙ্গার সলিলদিয়া গ্রামে অভিযান চালায়। এসময় প্রতারক চক্রের এ তিন সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড, কম্পিউটার, রাউডার জব্দ করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিকাশ প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতো। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা হয়েছে।
বিডি-প্রিতিদিন/সালাহ উদ্দীন