বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নগরীর রূপাতলীর কাঠালতলা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিক্সা দুমড়ে-মুচড়ে এক বৃদ্ধা যাত্রী নিহত এবং চালক সহ ৩জন আহত হয়েছে। শনিবার সকাল ১১টায় দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক বাসটি চালক সহ আটক করেছে।
দুর্ঘটনায় নিহত রেনু বেগম (৬০) নগরীর রুইয়ার পোল এলাকার মৃত আব্দুর রবের স্ত্রী। আহত অটো চালক আব্দুস সালাম, সবুজ বিশ্বাস ও মোতাহার খানকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপাতলী বাসস্ট্যান্ড থেকে কুয়াকাটামুখি একটি বাস (তাফহীম পরিবহন) কাঠালতলা এলাকা অতিক্রমকালে একই অভিমুখি একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। হতাহত হয় ৪ যাত্রী। আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেনু বেগমকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এএসআই রিয়াজুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটিকে চালক সহ আটক করা হয়েছে। নিহত যাত্রীর লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর