দুই সংসদ সদস্যকে (এমপি) এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে তাদের বিরুদ্ধে এই নির্দেশনা জারি করে ইসি।
ওই দুই এমপি হলেন কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল এবং গাইবান্ধা-৫ আসনের মো. ফজলে রাব্বি মিয়া।
ফজলে রাব্বি মিয়াকে ১৬ মার্চ (শনিবার) সন্ধ্যা ৬টার মধ্যে এবং সাইমুম সরওয়ারকে ১৭ মার্চ (রবিবার) বিকেল ৫টার মধ্যে নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে ইসি।
শনিবার ইসির উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এ আদেশ জারি করা হয়।
বিডি প্রতিদিন/কালাম