চাঁদপুর জেলায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরের দিকে লাখো কণ্ঠের এই শপথ পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এর আগে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সকাল ১০টায় ভার্চ্যুয়ালী চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে যুক্ত হয়ে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
তিনি বলেন, আজকে যে শপথ পাঠ করানো হলো, তা শুধুমাত্র পাঠে সীমাবদ্ধ নয়, এটি আমাদেরকে ধারণ ও অনুধাবন করতে হবে। এটি ধারণ করে যেন আমরা সকল ক্ষেত্রে ন্যয় বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্য সৃষ্টি না করি। এই শপথের যে মর্ম তা যেন সর্বক্ষেত্রে প্রতিপালন করি।
তিনি আরো বলেন, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, অনেকেই বিদ্যালয়ে পড়েছি। ওই সময় আমরা প্রতিদিনই জাতীয় সংগীত গেয়েছি। কিন্তু আমরা তখন জাতীয় সংগীতকে ধারণ করে গাইনি। এটি ধারণ করলে আমরা কখনোই অন্যায় কাজে জড়িত হতে পারি না।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: হান্নান, সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ।
চাঁদপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শপথ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল মহিলা বিষয়ক অধিদপ্তর।
বিডি প্রতিদিন/হিমেল