ওষুধ নিয়ে কিনতে গিয়ে দিনাজপুরের খানসামায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সুলতান ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
সুলতান ইসলাম জেলার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্ল্যাপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার বিকেলে উপজেলার খামারপাড়া ইউনিয়নের চেহেলগাজী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান ইসলামের মামাতো ভাই আনিছুর রহমান জানান, দুপুরে বাই-সাইকেল নিয়ে বাসা থেকে ওষুধ নেওয়ার জন্য পাকেরহাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি। একটি পাথর বোঝাই ট্রাক পাকের হাট হতে বীরগঞ্জ উপজেলার কালীরবাজার আসার পথে খানসামা চেহেলগাজী নামক স্থানে সাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সুলতান ইসলাম সাইকেল হতে ছিটকে রাস্তায় পড়ে যায় এবং ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
খানসামা থানার এস আই চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ট্রাকটি থানায় রয়েছে তবে চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন