লক্ষ্মীপুরে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১০ এপ্রিল) সকালে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, সরকারি কৌশলী শ্যামল কান্তি চক্রবর্তী, সদর উপজেলা ভূমি কর্মকর্তা ফাহমিদা মোস্তফা প্রমুখ।
পরে প্রজেক্টরের মাধ্যমে ভূমি উন্নয়ন কর মেলার বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়। সপ্তাহব্যাপী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ মেলা চলবে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/হিমেল