জয়পুরহাটের বানিয়া পাড়া এলাকায় বগুড়া-জয়পুরহাট মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন নারী ও শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ৩০ জন।
শুক্রবার দুপুর পৌনে ২ টার সময় জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে বগুড়া থেকে এমপি পরিবহন নামে একটি বাস জয়পুরহাটের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ শিশু ও ৫ নারী নিহত হন। আহত হন আরও প্রায় ৩০ জন। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অশঙ্কাজনক অন্যান্যদের শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে স্থানন্তর করা হয়।
বিডি প্রতিদিন/কালাম/হিমেল