ইভটিজিং'র দায়ে দুই বখাটেকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের হাজী মহসিন রোড থেকে চাঁদপুর মডেল থানা পুলিশের এস আই আওলাদ অভিযান চালিয়ে জাকারিয়া ও ওয়ালিদ নামের দুই ইভটিজারকে আটক করে।
পরে চাঁদপুর মডেল থানায় মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে থেকে অর্থদণ্ড প্রদান করা হয়। চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরান হোসেন সজীব জানান, অভিযুক্ত দুই ইভটিজার জাকারিয়া ও ওয়ালিদ এক হাজার করে দু’জনকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ইভটিজিং করার অপরাধে দু’যুবককে আটক করা হয়। পড়ে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাদেরকে সতর্কতা প্রদান করে মুচলেখা রেখে অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর