চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি গ্রামে পানিতে ডুবে হাবিবা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গ্রামে জলাশয়ে গোসল করতে গিয়ে ওই ঘটনা ঘটে।
নিহত হাবিবা খাতুন হাউলি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও হাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দুপুরে বাড়ির লোকজনের সাথে গ্রামের পাশের জলাশয়ে গোসল করতে যায় হাবিবা। পরে সবার অজান্তে সে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর