মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষক সিদ্দিক (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার বেলা সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাক ও ট্রাকের হেলপার জহুরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত সিদ্দিক হাড়িয়াদহ গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক সিদ্দিক মাঠ থেকে গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় জাকারিয়া বীজ ভান্ডারের একটি ট্রাক তাকে চাপা দিলে চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকের মৃত্যু হয়। ট্রাকটির হেলপার মালামাল নেয়ার জন্য চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। অদক্ষ হাতে ট্রাক চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক, হেলপার ও নিহত সিদ্দিকের লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর