বাগেরহাটের মোরেলগঞ্জে একই পরিবারের ৭ জনকে পিটিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে ঘের সংক্রান্ত বিরোধের কারনে খনিরখন্ড গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে গুরুতর জখমী ৬ জনকে মোরেলগঞ্জ ও ১ জনকে মোংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জখমীদের মধ্যে আলী আশরাফ হাওলাদার (৭০), তার স্ত্রী পিয়ারা বেগম (৫৫), ছেলে মারুফ বিল্লাহ (৩৫), হোসনেয়ারা বেগম (২৫), রানী আক্তার (২১), আমিনুল ইসলামকে (১৭) মোরেলগঞ্জে ও মাকসুদা বেগম (৩৫) মোংলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসাধীন আলী আশরাফ হাওলাদার বলেন, সাড়ে ৬ বিঘা জমির একটি ঘের দখলের জন্য প্রতিবেশী প্রতিপক্ষের লোকেরা দা, লাঠিসোটা নিয়ে পরিকল্পিতভাবে হামলা করে। এতে আলী আশরাফ, তার স্ত্রী, সন্তানসহ ৭ জন জখম হন।
এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন মারপিটের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর