বিরলে চাঞ্চল্যকর তাওহিদ আঁখি মনি হত্যাকাণ্ডের মামলায় এজাহার নামীয় আসামি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক খুরশিদ আলম মতিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার আটককৃতকে আদালতে সোপর্দ করে ৫দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।
আটক ইউপি যুবলীগের আহ্বায়ক মোঃ খুরশিদ আলম মতি (৩৫) বিরলের মাধববাটি গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে।
বিরল থানার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, পুলিশ মাধববাটি এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামি খুরশিদ আলম মতিকে আটক করে।
তিনি আরও জানান, শুক্রবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) আল মামুন মোহাম্মদ নাজমুল আহমেদ ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে খুরশিদ আলম মতিকে আদালতে সোপর্দ করে।
সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ (বিরল) এর বিজ্ঞ বিচারক জামিন না-মঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণ করে।
এ ঘটনায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলার বাদী পার্বতীপুর উপজেলার রঘুনাথপুর (নয়াপাড়া) গ্রামের তাওহিদ আঁখি মনি’র পিতা আসাদুজ্জামান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন