ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে দুর্বৃত্তের হাতে সুনামধন্য স্বর্ণ ব্যবসায়ী প্রিয়া জুয়েলার্সের সত্ত্বাধিকারী উত্তম রায়ের ছোট ভাই গোকুল রায় (৪০) দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গোকুল রায় শহরের জমিদারপাড়ার ধীরেণ রায়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে স্থানীয়রা গোকুলকে প্রায় অচেতন অবস্থায় ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে রাস্তার উপর পরে থাকতে দেখে। পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তির পাঁচ মিনিটের মাথায় রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ধারণা ছিনতাইকারী অথবা তার পরিচিতরাই এই কাজ করে থাকতে পারে। কারণ সিএম স্কুলের পেছন দিকে নিরিবিলি জায়গা ও শ্মশানঘাট রয়েছে। সেখানে দুর্বৃত্তের সাথে ধস্তাধস্তি হতে পারে কারণ তার শরীরের বিভিন্ন জায়গায় নখের আঁচড়ের দাগ রয়েছে। পরে ভারী কোন জিনিস দিয়ে তার মাথা আঘাত করে থেতলে দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার দোকানের কর্মচারী বিষু ও রতন নামের দুইজনসহ সুশান্ত নামে এক প্রতিবেশীকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।
ঘটনার সাথে সাথেই এডিশনাল এসপি সদর সার্কেল আব্দুল্লাহ মো. আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে আমরা আসামিসহ প্রকৃত ঘটনা খুঁজে বের করবো।
বিডি প্রতিদিন/হিমেল