পহেলা বৈশাখকে ঘিরে সাজ-সাজ রব পড়েছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা জুড়ে। শহর থেকে দূরে, গ্রামীণ জনপদ। সেই জনপদজুড়ে এখন উৎসবের আমেজ।
নাইওর এসেছেন ৪০ গ্রামের নববধূ। শ্বশুরবাড়িতে নিমন্ত্রণে এসেছেন জামাইয়েরা। উপলক্ষ তিন দিনের মেলা। চৈত্রসংক্রান্তি আর পহেলা বৈশাখে আগামীকাল শনিবার থেকে নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ মেলা বসছে আনুমানিক ২০০ বছর ধরে।
প্রাচীন এ মেলায় লোকসমাগম বেড়ে যাওয়ায় পাশের নিমাইদীঘিতেও আরেকটি মেলা বসছে এক দশক ধরে। মেলা উপলক্ষে শ্বশুরবাড়িতে জামাইদের নিমন্ত্রণের রেওয়াজ চালু আছে বলে স্থানীয়ভাবে এই দুটি মেলা ‘জামাই মেলা’ নামে পরিচিত।
মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে হরেক রকম মিষ্টি ও আসবাবের দোকান আসে। মেলায় ওঠে বাঁশ-বেত, বাঁশি, ধাতব কারুপণ্য ও মৃৎশিল্প। এছাড়াও মেলায় কারুশিল্পের সমারোহের পাশাপাশি থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে রবিবার সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের হবে। মঙ্গল শোভাযাত্রায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের সমাগম ঘটবে। তাই মানুষের নিরাপত্তার কথা ভেবে নন্দীগ্রাম উপজেলাজুড়ে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
মেলা কমিটির সভাপতি আজাহার আলী বলেন, এই মেলাটি আমাদের নিমাইদীঘির ঐতিহ্যেবাহী মেলা। পূর্বে থেকেই এই মেলার নাম জামাই মেলা হিসেবেই পরিচিত।
বিডি প্রতিদিন/হিমেল