মেহেরপুরে চাঁদবিলে মাছ ধরার সময় প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, চাঁদবিল সমবায় সমিতির সভাপতি আব্বাস আলী ও শফিকুল ইসলাম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাস পাতালে ভীর্ত করে। আহতদের মধ্যে শফিকুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।
আহত চাঁদবিল সমবায় সমিতির সভাপতি আব্বাস আলী জানান, দুপরে চাঁদবিল সমবায় সমিতির পক্ষে আব্বাস আলীসহ কয়েক জন সদস্য বিলের মাছ বিক্রি করতে যায়। মাছ বিক্রির টাকা নিয়ে তিনিসহ কয়েক জন বিলের ওপর দাঁড়িয়ে ছিল। এসময় আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের সাবেক মেম্বার সিরাজুল ইসলামের নেতৃতে খোকন, চমন,ইমন,মিয়ারুল আহমদ ও সুরুজ তাদের উপর দেশি অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের হাতে থাকা রর্ডের আঘাতে আব্বাস আলী ও শফিকুল ইসলাম আহত হয়। তিনি আরো বলেন, এসময় ব্যাগে থাকা মাছ বিক্রির ৫ লক্ষ নগদ টাকা সহ মাছ ছিনিয়ে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের গায়ে লোহার রড় দিয়ে পেটানোর আঘাত রয়েছে। তাদের মধ্যে শফিকুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মেহেরপুর থানার ডিউটি অফিসার জানান, এ বিষয়ে ৭ জনকে আসামি করে মেহেরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল