সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে আব্দুস ছাত্তার শেখ (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পৌর এলাকার রেলওয়ে কলোনি মহল্লার জাহেদ শেখের ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপারিনটেনডেন্ট আল মাহমুদ জানান, মাদক মামলায় গত ২৭ জানুয়ারি আব্দুস সাত্তার জেলা কারাগারে আসেন। শুক্রবার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। লাশ পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল