নেত্রকোনায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জাহেরা আক্তার (৫৫) নামে এক আনসার ভিডিপি কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে জেলার মদন উপজেলার উচিতপুর কদমলতী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহেরা আক্তার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধমাইল গ্রামে।
পুলিশ জানায়, জাহেরা আক্তার ও তার স্বামী আবুল কালাম আজাদ দুজনই খালিয়াজুরী উপজেলায় চাকরি করেন। তার স্বামী সমাজসেবা অফিসের অফিস সহকারি হিসাবে কর্মরত ছিলেন।
শুক্রবার বিকালে খালিয়াজুরী থেকে ভাড়া করা মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী দুজন একই সাথে বাড়ি ফিরছিলেন। মদন উপজেলার উচিতপুর কলমতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহেরাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি রমিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল