ফেনীর দাগনভূঁঞ্চায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার ভোর রাতে উপজেলার উপজেলার মাতুভূঁঞার উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বাগেরহাট এলাকার একটি বাড়িতে ডাকাতি করে অন্য বাড়িতে ডাকাতি করতে গেলে জনগণ ডাক-চিৎকার শুরু করেন। মানুষের চিৎকারে চারিদিক থেকে মানুষ জড়ো হয়ে ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দুইজন এবং আরও দুইজনকে মুমূর্ষু অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ আবু ছালেহ মোহাম্মদ পাঠান জানান, নিহত ডাকাতদের পরিচয় নিশিশ্চত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৯/মাহবুব